বিশ্ব শান্তির বার্তায় হকি স্টেডিয়ামে ক্রিকেটার ও শিল্পীরা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-৩০ ১৮:৩১:১৮
ঢাকায় আগামী ৪-৫ ডিসেম্বর বিশ্ব শান্তি কনফারেন্স অনুষ্ঠিত হবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সাবেক ক্রিকেটাররা ‘সংহতি’ ও ‘ঐক্য’ দুই দলের হয়ে খেলেছেন। ১০ ওভারের এই ম্যাচ পুরোটা সময় উপভোগ করেছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকা রিয়াজ, ফেরদৌস, পূর্নিমা, বিদ্যা সিনহা মীম। পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন এবং দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূরও উপস্থিত ছিলেন এই আয়োজনে।
আশরাফুল-শাহরিয়ার নাফিসরা সব সময় ক্রিকেট বলে খেলেন। অনেক দিন পর ছোটবেলার টেপ টেনিসে খেলার আনন্দে মেতে উঠেছিলেন তারা। আইসিসি ট্রফিতে এক বলে এক রান করে বাংলাদেশকে বিশ্বকাপে নিয়েছিলেন হাসিবুল হোসেন শান্ত। আজ হকি টার্ফে বেশ মজা করেই ব্যাট করেছেন জাতীয় দলের সাবেক পেসার।
ছোট ক্রিজ হওয়ায় অনেক ব্যাটসম্যানই আজ আনন্দে বল করেছেন। আবার অনেকে বোলার ব্যাট হাতে নিয়েছেন। সম্প্রীতির ম্যাচে হার-জিতের চেয়ে সম্মীলনটাই উপভোগ করেছেন প্রত্যেক ক্রিকেটার। প্রীতি ম্যাচেও ছিল কোচ। দুই দলের কোচ হিসেবে ছিলেন দীপু রায় চৌধুরী ও গোলাম ফারুক সরু।
হকি স্টেডিয়ামে ছোট্ট আয়তনে ১০ ওভারের ম্যাচ শেষ হতে বেশি সময় নেয়নি। হকি টার্ফে ক্রিকেটের এমন আয়োজন হওয়ায় বেশ উচ্ছ্বাসিত সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ এমন একটি আয়োজনে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সম্পৃক্ত করায়।’
এমন সুন্দর পরিবেশে কিছু সময় কাটাতে পেরে বেশ খুশি আরেক ওপেনার শাহরিয়ার নাফিসও, ‘বিশ্ব শান্তি কনফারেন্সের একটি অংশ হতে পেরে আমরা সবাই গর্বিত।’
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল মোমেন পুরো ম্যাচ হকি স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে উপভোগ করেছেন। ক্রিকেটারদের সম্মাননা স্মারক প্রদানের পর তিনি বলেন, ‘শান্তি কনফারেন্সে বিভিন্ন দেশের শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ থাকবে। যারা সারা বিশ্বে শান্তি নিয়ে কাজ করে। খেলোয়াড়রাও শান্তির দূত। তাই সংক্ষিপ্ত পরিসরে আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি।’
চিত্রনায়িকা পূর্ণিমা,মিম,নায়ক রিয়াজ, ফেরদৌসও হকি মাঠে ক্রিকেটারদের এই খেলা উপভোগ করেছেন। পূর্ণিমা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘খেলাধুলা পছন্দ করি। বিশ্ব শান্তি কনফারেন্সের আগে এমন এক অনুষ্ঠানের অংশ হতে পেরে সত্যি ভালো লাগছে।’
সাবেক অনেক তারকা ক্রিকেটার খেলেছেন আজ। এর মধ্যে কে প্রিয় তারকা এটি অবশ্য প্রকাশ করেননি জনপ্রিয় এই অভিনেত্রী, ‘আমি আসলে বাংলাদেশ ক্রিকেট দলের বড় ভক্ত। সবার খেলাই পছন্দ করি।’
ক্রিকেটের সঙ্গে নিজের ফুটবল খেলা পছন্দের কথাও উল্লেখ করেছেন তিনি, ‘বাংলাদেশ ফুটবলপ্রেমী জাতি সেটা বোঝা যায় বিশ্বকাপের সময়। পুরো দেশের চিত্রই বদলে যায় যখন বিশ্বকাপ হয়।’
সানবিডি/ এন/আই