ইরানের এলিট ফোর্সকে লক্ষ্য করে সৌদি জোটের হামলা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-৩০ ১৯:১৬:৫৪
আরবজোট জানিয়েছে তারা ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের লক্ষ্যে করে বিমান হামলা চালিয়েছেন। সৌদিজোট সানায় অবস্থিত ইরানের এলিট ফোর্স ‘বিপ্লবী গার্ড’ বাহিনীর গোপন ডেরাতেও হামলা চালানোর দাবি করেছে।
এ বিষয়ে ইরান সমর্থিত হুথিদের প্রধান সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, সানায় অবস্থিত বিমানবন্দরে সৌদি জোট অন্তত তিনটি বিমান হামলা চালিয়েছে। চতুথ বিমানটি পার্কে আঘাত হানে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, নভেম্বর মাসজুড়ে সৌদিজোট জনবহুল শহর সানায় যতগুলো হামলা চালিয়েছে, সর্বশেষ বিমান হামলা তার মধ্যে সব থেকে ভয়াবহ।
২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে যুদ্ধ শুরুর পর ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি স্থাপনা লক্ষ্য করে প্রায়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে।
ইয়েমেনের যুদ্ধকে ‘প্রক্সি’ যুদ্ধ হিসেবে দেখা হয়। এখানে মধ্যপ্রাচ্যের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইরান পরস্পপরের বিরুদ্ধে সক্রিয়।
সানবিডি/এনজে