রাজধানীর সড়কে প্রাণ গেল ২ জনের
প্রকাশ: ২০১৬-০২-০৬ ১০:৫৫:২৬
রাজধানীর সবুজবাগের মাদারটেক চৌরাস্তায় ট্রাকের চাপায় বৃদ্ধা ও মিরপুরে বাসের চাপায় যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার দিনগত রাতে রাজধানীর ঢাকায় পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে সবুজবাগ মাদারটেক চৌরাস্তায় ট্রাক চাপা দেয় অজ্ঞাত পরচিয়ে এক বৃদ্ধাকে। পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে শনিবার ভোর ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ওই বৃদ্ধার আনুমানিক বয়স ৬০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান সাজ্জাদ হোসেন। এদিকে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসের ধাক্কায় হান্নান (২২) নামের এক যুবক মারা গেছেন।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.আনোয়ার জানান, রাস্তা পার হওয়ার সময় শ্যামলী-আবদুল্লাহপুর রুটে চলাচলকারী অভিজাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস হান্নানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। তবে এ ঘটনায় বাসের চালক বা চালকের সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
সানবিডি/ঢাকা/এসএস