ওমিক্রন আশঙ্কা সত্ত্বেও বেড়েছে আকরিক লোহার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০১ ১৪:২৪:১৫
মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও সোমবার আকরিক লোহার দাম বেড়েছে।ফাস্টমার্কেটস মেটাল বুলেটিনের দেয়া তথ্যমতে, উত্তর চীনে আমদানি করা ৬২ শতাংশ ফি-ফাইন আকরিক লোহার বাজার আদর্শ টনপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্টে লেনদেন করা হয়েছে। শুক্রবার পণ্যটির বাজার আদর্শ অনুসারে এটি ৬ দশমিক ৮ শতাংশ বেশি। সাংহাই স্টেইনলেস স্টিলের ভবিষ্যৎ বাজারমূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। এ সময়ে পণ্যটির দাম দাঁড়ায় প্রতি টন ১৭ হাজার ১৭০ ইউয়ান। খবর মাইনিং ডটকম।
এ বিষয়ে এক বিবৃতিতে জিএফ ফিউচার হংকং জানায়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ফলে ইস্পাতের দাম অনেকটা কমে গেছে। তবে শিল্পধাতুটির প্রকৃত চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে ভাইরাসের প্রভাব খুব সীমিত হতে পারে বলে মনে করছে জিএফ ফিউচার।
সিআইটিআইসি ফিউচার চীনের বিশ্লেষকরা বলেন, মহামারীর এ আশঙ্কাজনক সময়ে কমোডিটি মূল্য খুব বেশি প্রভাবিত হবে না। চীনের প্রপার্টি নীতিসহায়তার ফলে এটি খুব সহজেই অতিক্রম করা যাবে।
সানবিডি/এনজে