আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে সংশোধনী আনবে রানার অটো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০১ ১৫:০৭:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলসপরিচালনা পর্ষদ কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ১ থেকে ১৯৭ পরযন্ত সংশোধনী করবে। কোম্পানিটির এই অধ্যায়গুলো নতুন আর্টিকেলে স্থানন্তর করা হবে। কোম্পানিটি আগামী ২৩ ডিসেম্বর ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস