চিকিৎসার জন্য ঢামেকে মির্জা আব্বাস

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১২:৪৯:৩১


Mirza-Abbasউচ্চমাত্রার ডায়াবেটিস ও মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত কারণে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেকে নেয়া হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।

তিনি জানান, উচ্চমাত্রার ডায়াবেটিস ও মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেকের পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, কঠোর নিরাপত্তায় মির্জা আব্বাসকে হাসপাতালে আনা হয়েছে।

গত বছরের ৬ জানুয়ারি বিএনপি নেতা মির্জা আব্বাস মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান আদালত।