ভারতের পেট্রোপোলে করোনা পরীক্ষায় বাংলাদেশী যাত্রীদের দুর্ভোগ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-০১ ১৭:৫৪:০৩
ভারতের পেট্রাপোল বন্দরে কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের স্পট করোনা পরীক্ষা করায় দুর্ভোগে পড়েছেন তারা।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় এ কার্যক্রম শুরু করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে চেকপোস্ট সূত্রে জানা গেছে, আজ সকালে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশী ৫০ জন পাসপোর্টধারী যাত্রীর স্পট করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছে। যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে যদি কারো শরীরে করোনার উপস্থিতি না থাকে তাহলে আর কারো স্পট করোনার পরীক্ষা করা হবে না। তবে উক্ত ৫০ জনের মধ্যে কারো শরীরে করোনার রিপোর্টে পজেটিভ আসে তাহলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হবে।
সানবিডি/এনজে