কাবুলে ফের দূতাবাস চালু করছে সৌদি আরব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০১ ১৯:৪২:০৯
আফগানিস্তানে ফের দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে রিয়াদ। অবশ্য প্রথমদিকে পুরো দূতাবাস না খুলে দূতাবাসের কনস্যুলার শাখা চালু করা হবে। সৌদি গেজেট এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আফগান জনগণকে কনস্যুলার সেবা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার আফগান ইস্যুতে বিশেষ বৈঠক ডাকতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) প্রতি আহ্বান জানায় সৌদি আরব। আফগান ভূখণ্ডে চলমান মানবাধিকার পরিস্থিতি ও মানবিক সংকট নিয়ে আলোচনার উদ্দেশেই এই আহ্বান জানানো হয়। আগামী ১৭ ডিসেম্বর ইসলামাবাদে বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান।
সানবিডি/এনজে