ভারতের আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০১ ২১:১১:২৩
ভারতের আগামী ১৫ ডিসেম্বর থেকে পূর্ব ঘোষিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে দেশটি।আজ বুধবার দেশটির ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই তথ্য জানায়।
এ বিষয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে,মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
ডিজিসিএ বলেছে, নতুন ভ্যারিয়েন্টের কারণে বৈশ্বিক দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে সবার সঙ্গে পরামর্শ করে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিষেবা পুনরায় চালুর তারিখ যথাসময়ে অবহিত করা হবে।
সানবিডি/এনজে