আমাদের দেশেও ভালো ডাক্তার আছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০২ ১৭:০০:০১


দেশে খালেদা জিয়ার চিকিৎসায় সরকার বদ্ধ পরিকর বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তার পরিবাব যেভাবে চায়, সেভাবেই চিকিৎসা দেওয়া হবে। আমাদের দেশেও অনেক ভালো ডাক্তার আছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) মেধাবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, খালেদা জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান, চিকিৎসা পান, সে জন্য সরকার সব ধরনের ব্যবস্থা দেশের অভ্যন্তরে গ্রহণ করতে চায় এবং এ ব্যাপারে সরকার বদ্ধ পরিকল্প। বিএনপি যেভাবে চাইবে সেভাবেই আমরা করতে চাই।

এ সময় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে সংগঠনটির সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃত্তির পুরস্কার দেওয়া হয়। সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে