চাঁদাবাজি মামলায় তিন পুলিশসদস্যসহ ৫ জনের কারাদন্ড
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-০২ ১৯:৩৮:১৫
খুলনায় চাঁদাবাজি মামলায় তিন পুলিশ সদস্যসহ ৫ জনের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদলতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কনস্টেবল মোল্লা মেসবাহ উদ্দিন , কনস্টেবল মো. ফরহাদ আহমেদ, কনস্টেবল মোস্তাফিজুর রহমান , আরমান শিকদার জনি ও মো. বায়েজিদ। তারা সবাই খুলনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এর মধ্যে কনস্টেবল মোল্লা মেসবাহ উদ্দিন ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন।
সানবিডি/এনজে