সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৪ ১২:০৬:৪৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের দর বেড়েছে ৪৪ দশমিক ১৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ১৯ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ ৮২ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর বেড়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ২০ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৪ লাখ ২ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পাওয়ার গ্রীডের ১৫.১৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৩.৯৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৩.৭৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১২.২২ শতাংশ, একটিভ ফাইনের ১১.৯৮ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০.৮২ শতংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.২২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস