চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় পুলিশসহ নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-০৪ ১৪:০৩:১৮


চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক পুলিশসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম মনির হোসেন (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

নিহত মনিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাফিক পুলিশ কনস্টেবল মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন। রেললাইনের ওপর গাড়িগুলো উঠে পড়ায় তিনি সেগুলো সরাতে গিয়েছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সিগন্যাল না মেনে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা একটি ডেমু ট্রেন যানবাহনগুলোকে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

সানবিডি/ এন/আই