ট্রেড প্রতিনিধিদের প্রশিক্ষণ দিল বিএসইসি-সিএসই
প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৬:১১:৩৮
ব্রোকারেজ হাউজে লেনদেন করার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষে ট্রেকহোল্ডারদের অনুমোদিত প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
সিএসইর ঢাকা অফিস কক্ষে ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক কর্মশালায় এ প্রশিক্ষণ দেওয়া হয়। বিএসইসি ও সিএসই এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। এ সময় সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
লেনদেন করার ক্ষেত্রে কর্মশালায় প্রতিনিধিদের মধ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি লেনদেন পরিচালনায় আইন-কানুন, কর্পোরেট গভর্নেন্স, পুঁজিবাজারের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পাবলিক ইস্যু সিকিউরিটিজ, সার্ভেল্যান্স সিস্টেম, এনফোর্সমেন্ট অ্যাকশন সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।
এছাড়া কর্মশালায় সেন্ট্রাল ডিপোজিটরি এবং স্যাটেলমেন্ট সিস্টেম, এন্টি মানি লন্ডারিং, সিএসই এনজিটিএস, অনলাইন ও মোবাইল ট্রেডিং সিস্টেম, রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সম্পর্কে প্রতিনিধিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
কর্মশালা সূত্রে জানা যায়, এ ধরনের কর্মশালার মাধ্যমে প্রতিনিধিরা পুঁজিবাজারের আইন-কানুন মেনে বিনোয়োগকারীদেরকে সেই মোতাবেক সঠিক নির্দেশনা দিতে পারবেন। কর্মশালায় আলোচিত বিষয়ে অভিজ্ঞ বিএসইসি এবং সিএসইর কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
সানবিডি/ঢাকা/আহো