আগৈলঝাড়া শহীদ আ. রব কলেজ ছাত্র সংসদের নির্বাচনী তফসীল ঘোষণা
প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৭:২৬:২২
বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘ একযুগ পর উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক বিকাশ চন্দ্র বিশ্বাস নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ১৬ ফেব্রুয়ারী অফিস চলাকালীন সময়ে নির্ধারিত মূল্যে মনোনয়পত্র বিক্রি ও ১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ওই দিনই মনোনয়নপত্র বাছাই শেষে ২০ ফেব্রুয়ারী বৈধ চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারী । ১৪ মার্চ ৯টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০০৩ সালে শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ছাত্র সংসদের সাবেক ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, সহকারী নির্বাচন কমিশনার মো. নুরুল ইসলাম খান, মো. মোস্তাফিজুর রহমান, শরীফ মনিরুজ্জামান, মলয় কুমার সোম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ।