নাভানা ফার্মার রোড শো ২১ ডিসেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৫ ১২:২০:১৮


পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলণ করতে চায় ওষুধ ও রসায়ন খাতের নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ জন্য কোম্পানিটি রোড শো’র আয়োজন করেছে। আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর শেরাটন হোটেললের গ্র্যান্ড বল রুমেএই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও  ইবিএল  ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস