ক্যাটের ঠোঁটে সেন্সরের কাঁচি!
প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৭:৫০:০০
তিরিশ সেকেন্ড বা এক মিনিট নয়। পুরো চার মিনিট ধরে আদিত্যের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছেন ক্যাটরিনা। আর বিপত্তি এখানেই। কিছুদিন আগে জেমস বন্ডের চুম্বনে কাঁচি ফেলেছিল সেন্সর বোর্ড। সেখানে দাঁড়িয়ে এই দীর্ঘ চুম্বন নিয়ে কি মুক্তি পাবে ‘ফিতুর’। আশঙ্কায় রয়েছেন ক্যাটপ্রেমীরা।
এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাট-আদিত্যকে। ফিল্মের গান ইতিমধ্যে সুপার ডুপার হিট। কিন্তু তার থেকেও বোধহয় বেশি হিট আদিত্য-ক্যাটের চুম্বন। তবে যদি এই চুম্বনে না পড়ে সেন্সরের কাঁচি।
১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ফিতুর’। ইতিমধ্যে ‘পশমিনা’ গানে ক্যাটের নাচ। ৫৫ লাখের ক্যাটের লাল চুল নিয়ে পেজ থ্রি-এর হট লিস্টে রয়েছে ‘ফিতুর’। এর মধ্যে চার মিনিটের ক্যাট-আদি চুমু ‘ফিতুর’-এর ইউ এস পি বাড়িয়ে দিল আরও কয়েক গুণ।
সানবিডি/ঢাকা/এসএস