দর পতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৫ ১৫:৫৭:০২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৩৮ বারে ১২ লাখ ৩৬ হাজার ৪০০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৭৭ বারে ৬ লাখ ৯৩ হাজার ১৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩ বারে ১ হাজার ৩৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- নিউ লাইন ক্লোথিংসের ৩.২৯ শতাংশ, বাংলাদেশ সাব মেরিন কেবলের ৩.২৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩.২৪ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.০৪ শতাংশ, এমজেএলবিডির ২.৯৬ শতাংশ, একমি পেস্টিসাইডসের ২.৭১ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ২.৬০ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস