ইএফডি চালানের ১১তম লটারির ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-০৫ ১৬:২০:৫৪


ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ১১তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ১-৩০ নভেম্বর পর্যন্ত ইস্যু করা চালানের ওপর এ লটারি অনুষ্ঠিত হয়।

এতে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়। বিজয়ী হিসেবে প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচজন) পাবেন। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন -003421OIFGXPU189, এবং দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর হলো-002421IDKCDKC250, আর তৃতীয় লটারির নম্বরগুলো হলো- 002121TUMRZOS375, 003521ILHASHP825, 002421OVYLPMH746, 002021CBQCVSH369 ও 002121RNEQRHO557.

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করে রাজস্ব বোর্ড। তিন হাজার ৩৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইএফডি বসিয়েছে এনবিআর।

এএ