ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৫ ১৮:২০:২৫
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ‘আর্থিক উৎকর্ষ সাধনে নিরীক্ষকের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া।
আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস. এম. রবিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: রুহুল আমীন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাজনুজ্জামান।
কর্মশালায় ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
এএ