সীমান্তে সৈন্য বাড়িয়েছে রাশিয়া, বাড়ছে যুদ্ধের শঙ্কা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৫ ২০:৫২:২৩


ইউক্রেনের সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় ১ লাখ ৭৫ হাজার সেনা সমাবেশ করেছে রাশিয়া। সেনারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। ক্রেমলিনের আদেশে যেকোনো সময় হামলা চালাতে প্রস্তুত তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগগুলোর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এতে রাশিয়া আচমকা ইউক্রেনে সামরিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া হামলা করলে ওই অঞ্চলে ন্যাটোও জবাব দিতে পারে। ফলে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে কয়েকটি বিশ্বশক্তি।

গতে কয়েক মাস ধরে ইউক্রেন সীমান্ত সংলগ্ন রুশ ভূখণ্ডে সামরিক শক্তি বাড়িয়ে আসছে ক্রেমলিন। সাম্প্রতিক সৈন্য সমাবেশের তথ্য ওই শক্তিবৃদ্ধির ধারাবাহিকতার খবর। এই ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সম্প্রতি অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই সীমান্তে পৌনে ২ লাখ রুশ সেনার তথ্য দিলেন মার্কিন গোয়েন্দারা।

গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে ইউক্রেন দখল করে নিতে স্থল-জল ও আকাশপথে সাঁড়াশি অভিযানের পরিকল্পনা করছে মস্কো।

সানবিডি/এনজে