ব্লক মার্কেটে দেড় কোটি শেয়ার লেনদেন

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৮:৫৮:২৯


block-marketসদ্য শেষ হওয়া সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হয় মোট ১ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬২৮টি শেয়ার; যার আর্থিক মূল্য ১০৫ কোটি ৫১ লাখ ৬০ টাকা।

কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ডেলটা লাইফ, ইফাদ অটোস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বেঙ্গল উইসরথার্মো প্লাস্টিক, সিটি ব্যাংক, ফারইষ্ট নিটিং অ্যান্ড ডাইং, হাইডেলবার্গ সিমেন্ট, লিন্ডে বিডি, ম্যারিকো, বেক্সিমকো ফার্মা, রেনেটা, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, আরএন স্পিনিং, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ও ইউসিবিএল।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এক সপ্তাহে ব্যাংকটি ব্লক মার্কেটে ৩৭ লাখ ২০ হাজার ৬৮টি শেয়ার লেনদেন করে; যার আর্থিক মুল্য প্রায় ১৭ কোটি ৪৮ লাখ ৪০ টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ৭ লাখ ৯ হাজার ৮৯টি শেয়ার ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৯ লাখ ৯০ টাকা।

তৃতীয় অবস্থানে থাকা ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ শেয়ার ১০৪ টাকা দরে লেনদেন করে; যার বাজার মূল্য ছিল ৬ কোটি ২৪ লাখ টাকা।

এছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩ লাখ ৩২ হাজার, সিটি ব্যাংকের ২ লাখ শেয়ার লেনদেন হয়েছে।