বর্ষসেরা এসএমই উদ্যোক্তা শোয়াইব হাছান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৫:৫৫:১২
এসএমই ফাউন্ডেশন আয়োজিত নবম জাতীয় এসএমই পণ্য মেলায় কৃষিভিত্তিক খাতে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) পুরস্কার পেয়েছেন হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা অংশীদার ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই পণ্যমেলার গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ ডিসেম্বর) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২১’ প্রদান হয়।
এ বছর তিনটি কেটাগরিতে চারজন উদ্যোক্তাকে এ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চার বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পুরস্কার দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এরমধ্যে কৃষিভিত্তিক খাতে উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসাবে হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা অংশীদার বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) পুরস্কার বিজয়ী হিসাবে পুরস্কার গ্রহণ করেন।
হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ একটি রফতানিমুখী প্রতিষ্ঠান, যারা ৯০ শতাংশ পণ্য বিশ্বের ২০টি দেশে রপ্তানি করে।
এএ