চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৬:০৬:৩০
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিঃ এর উপশাখা চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে রোববার (৫ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম মাসুম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. শামসুল আরেফিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী, পিআর এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ শফিউল আজম, তত্ত্বাবধায়ক শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ইকরাম পাশা, সংশ্লিষ্ঠ উপশাখার প্রধান জনাব ইনামুল হক সহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।
এছাড়াও রেয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডিলেন বনিক সমিতির নেত্রীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০২ টিতে উন্নীত হলো।
এএ