ভুটান-ভারতের ঐতিহাসিক স্বীকৃতি স্মরণে ডাকটিকিট অবমুক্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৬:২২:২৫
বাংলাদেশ ডাক বিভাগ ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম কে দোরাইস্বামী এবং ভূটানের রাষ্ট্রদূত মি. রিনচেন কুইনসেল। ‘বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তি উদযাপন’ অনুষ্ঠানটির আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১।
এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা যে মুক্তিযুদ্ধটা করেছি, তা কোনও বিচ্ছিন্নবাদী আন্দোলন ছিল না। এটা জনযুদ্ধ ছিল। তাই ভারত সবার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবো যারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এবং নির্যাতিত হয়েছেন। একই সঙ্গে ভারতের যে সব সৈনিক আমাদের মাটিকে মুক্তি করতে রক্ত দিয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
সানবিডি/এনজে