নড়াইলে এফএফএন মার্কেটিং কোং লিঃ এর সামাজিক কার্যক্রমের উদ্বোধন

আপডেট: ২০১৬-০২-০৬ ১৯:২৫:২১


DSC02859বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন সংঘটন ফেসবুক ফ্রেন্ড অফ নড়াইল (এফএফএন) এর মেগা শপে কম মুল্যে গুনগত মানের ফুড এবং ফ্যাশন আইটেম নিয়ে এফএফএন এর মাল্টিস্টোর অনলাইন আউটলেট এবং এফএফএন মার্কেটিং কোং লিঃ এর সামাজিক কার্যক্রম শিক্ষা ও চিকিৎসা খাতের অনুদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

”ধর্মে, বর্ণে, কর্মে ভিন্ন হলেও এফএফএন এ আমরা সকলেই বন্ধু” ভিন্ন মাত্রায় এবং কম মুল্যে গুনগত মানের ফুড ও ফ্যাশন আইটেম নিয়ে এফএফএন অনলাইন শপ আউটলেটে সকল শ্রেণীর পছন্দের পোশাকের বৈচিত্র নিয়ে এবং পছন্দের খাবার নিয়ে এফএফএন অনলাইন মেগা শো-রুম এর যাত্রা শুরু হল।

DSC02929 (1)এফএফএন অনলাইন শপ এর পরিচালক সৈয়দ আহম্মদ আলি বারুর সার্বিক তত্ত্বাবধানে, সৈয়দ খায়রুল আলম এর পরিচলনায়, এফএফএন মার্কেটিং কোং লিঃ এর সভাপতি শ্যামল দাস টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশিষ্ট আইনজীবি এ্যাড. ইমদাদুল ইসলাম (পিপি)।

আরো বক্তব্য রাখেন এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, এফএফএন এর সম্পাদক মুছা মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এফএফএন মার্কেটিং কোং লিঃ এর পরিচালক তৌফিকুজ্জামান শামিম, আব্দুর রহমান, সিকদার বাদশা মিয়া, মহিতোষ দাশ, জিল্লুর রহমান, ডা. দেবেন্দ্র কুমার দাশ, মানিক সিকদার, জহিরুল ইসলাম, সৈয়দ তরিকুল ইসলাম, মিসেস ফ্লোরা আলম, জিয়াউর রহমান জামি, মাহাবুবুর রহমান, ফয়সাল মুস্তারি, রানি মুস্তরি, ডেইজি মুস্তারি এবং অনান্য সদস্য উদ্বোধনিতে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আনন্দ মুখর করে তোলেন।

DSC02879সন্ধায় সুলতান মঞ্চে বাংলাদেশের সর্ববৃহত অনলাইন সংঘটন ফেসবুক ফ্রেন্ড অফ নড়াইল (এফএফএন) মার্কেটিং কোং লিঃ এর সামাজিক কার্যক্রম শিক্ষা ও চিকিৎসা খাতের অনুদান কার্যক্রম ও সাস্কৃতিক অনুষ্ঠানে এফএফএন এর সহ-সভাপতি এসএম পলাশ এর পরিচলনায়, এফএফএন মার্কেটিং কোং লিঃ এর সভাপতি শ্যামল দাস টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত চিকিৎসা খাতের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নড়াইল জেলার পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, এবং শিক্ষা খাতের অনুদানের চেক হস্তান্তর করেন বিশিষ্ট আইনজীবি এ্যাড. ইমদাদুল ইসলাম (পিপি), এফএফএন মার্কেটিং কোং লিঃ এর এর সম্পাদক মুছা মিয়া, পরিচালক ও নিসচা’র সভাপতি সৈয়দ খায়রুল আলম প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ