বরিশালে প্রতিমন্ত্রী মুরাদের কুশপুতুল দাহ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-০৭ ১০:৩০:২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগের দাবিতে কুশপুতুল পুড়িয়েছে বরিশাল মহানগর ছাত্রদল। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে বিএনপির কার্যালয়ের সামনে কুশপুতুল দাহ করা হয়।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী কুশপুতুল পোড়ানোয় অংশ নেন। এ সময় রেজাউল করিম রনি বলেন, সরকারের একটি দায়িত্বশীল পদে থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করনে।
তাছাড়া তিনি বিভিন্ন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন। এমনকি তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিয়েও অশালীন মন্তব্য করেন।
আমাদের দাবি, যিনি মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে পারেন না তিনি মন্ত্রী পদে থাকার অধিকার রাখেন না। তাকে অবিলম্বে মন্ত্রীর পদ থেকে অপসারণ করতে হবে।
সানবিডি/ এন/আই