পুঁজিবাজারের জন্য আগামী মাসের মধ্যে দৃশ্যমান কিছু হবে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-০৭ ১৪:৪৬:১৩
পুঁজিবাজারের জন্য আগামী মাসের মধ্যে দৃশ্যমান কিছু হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রণারয়ের পুঁজিবাজারের তদারকি কমিটি। ৭ ডিসেম্বর (মঙ্গলবার) অর্থমন্ত্রণালয়ে পুঁজিবাজারের উন্নয়নের জন্য অর্থমন্ত্রীর সাথে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে বৈঠক শেষে এ কথা জানানো হয়।
আজকের মিটিংয়ের কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি মাসের মধ্যে আরেকটি মিটিং হবে সেখানে কিছু সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও পুঁজিবাজার তদারকি কমিটির প্রধান মফিজ উদ্দীন।
তিনি বলেন, ২০১৯ সালে অর্থমন্ত্রীর নেতৃত্বে সুধীজনের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আগামী একমাসের মধ্যে যার যার অস্থানের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ মাসে বা আগামী একসপ্তাহের মধ্যে আরও একটি বৈঠক হতে পারে। নেই বৈঠকের পর পুঁজিবাজারে দৃশ্যমান কিছু হবে বলে আশা করছি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস