দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৭ ১৬:১০:২৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫০ হাজার ৪৩২ বারে ৮ লাখ ৮৮ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১৭ হাজার ১৯৫ বারে ১৪ লাখ ৬ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৫২৬ বারে ১৭ লাখ ১৫ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপোলো ইস্পাতের ৯.৮৯ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৯.৮৯ শতাংশ, ফাইন ফুডসের ৯.৮৭ শতাংশ, জিপিএইচ ফাইন্যান্সের ৯.৮৭ শতাংশ, সুহৃদের ৯.৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৭৩ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর ৯.৭০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস