করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়ায়: বিজন কুমার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-০৭ ১৭:১০:২৭


করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়ায়, তবে অতটা ভয়ংকর নয় বলে জানিয়েছেন বিশিষ্ট সংক্রমণ বিশেষজ্ঞ ও গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত ‘কোভিড ১৯, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা, অমিক্রন’- বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধিতেই গুরুত্ব দিতে হবে।

টিকা প্রসঙ্গে এই বিশেষজ্ঞ বলেন, সবার জন্য টিকার ব্যবস্থা না করে বুস্টার ডোজের প্রস্তুতি নেওয়াটা যুক্তিসঙ্গত নয়। আগে সবার জন্য টিকা নিশ্চিত করুন।

সানবিডি/ এন/আই