জাওয়াদের প্রভাবে বাগেরহাটে ধান ও সবজির ব্যাপক ক্ষতি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-১২-০৭ ১৮:৩৭:২১
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে ও দুই দিনের টানা বৃষ্টিতে বাগেরহাটে পাকা ধান, বীজতলা ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ধান ঝড়ে পড়েছে। পানিতে পচে গেছে বোরো ধানের বীজতলা। অনাকঙ্খিত এ ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা দুই দিনের বৃষ্টিতে বাগেরেহাট জেলার বিভিন্ন উপজেলায় ১৫০ হেক্টর পাকা আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ২০৭ হেক্টর বোরো বীজতলা, গমের বীজতলা ১৭ হেক্টর, ১৩৭ হেক্টর সরিষা ক্ষেত, ১৬১ হেক্টর খেসারি, ৩০ হেক্টর মসুর ডাল, ৩৫ হেক্টর শীতকালীন সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে।
শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের বাদশা খলিফা বলেন, ‘আমরা যারা কৃষক, আমাদের সব শেষ। মোটাধান কেটে মাঠে রেখে দিছিলাম। চারদিনের বর্ষায় সব শেষ হয়ে গেল।’
কুচয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বোরো চাষী হেমায়েত মোল্লা বলেন, বীজতলায় কেবলমাত্র ধানের চারা এসেছিল। টানা বৃষ্টিতে আমাদের বোরো ধানের চারাগুলো পচে গেছে। এখন আবার ধান কিনতে হবে, প্রক্রিয়াজাত করে আবার বুনতে হবে। অনেকদিন পিছিয়ে গেলাম আমরা।’
জানা যায়, বাগেরহাট সদর, কচুয়া, চিতলমারী, মোল্লাহাট, মোরেলগঞ্জ, ফকিরহাট উপজেলার বেশকিছু বোরো ধানের বীজতলা নষ্ট হয়েছে এবারের বৃষ্টিতে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান বলেন, টান বর্ষণে পাকা ধান, ধানের বীজতলা, গমের বীজতলা, শীতকালীন সবজি ও বেশকিছু রবি শস্যের ক্ষেত আক্রন্ত হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির বিষয়টি বলা যাবে।
এএ