নগরকান্দায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-১২-০৭ ১৯:৪৭:৩৮
ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই হয়। শিশুরা হলেন, ওই গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ (৪) ও মজিবুর মৃধার ছেলে তরিকুল (৫)।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের মৃধারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
সাজিদের বাবা আইয়ুব মৃধা জানান, মঙ্গলবার দুপুর ১টার পর থেকে সাজিদ ও ভাতিজা তরিকুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর আড়াইটার দিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়। কখন কিভাবে তারা পানিতে ডুবেছে তা কেউ বলতে পারেনি।
পুকুর থেকে উদ্ধারের পরে তাদেরকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএ