৮ বিভাগে বার্ন ইনস্টিটিউট করার অনুমোদন: স্বাস্থ্যমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৭ ২০:৪৬:৫৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় দেশের আট বিভাগে বার্ন ইনস্টিটিউট করার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে, আট বিভাগে ক্যানসার হাসপাতাল, ডায়ালাইসিস সেন্টার ও কার্ডিয়াক সেন্টার করার অনুমোদন করা হয়েছিল বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ইমারজেনসি মেডিসিন এর ওপর বিশেষ কোর্সের সার্টিফিকেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, সারাদেশের মানুষ চিকিৎসার জন্য ঢাকামুখী হন। এই জন্য ঢাকার ওপর থেকে চাপ কমাতে বিভাগীয় আট শহরে বার্ন ইনস্টিটিউট করার জন্য একনেক সভায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও আট বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল, ডায়ালাইসিস সেন্টার ও কার্ডিয়াক সেন্টার করার অনুমোদন দেওয়া হয়েছিল। এগুলোর কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দেশে আরো চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার অনুমোদন হয়েছে। হেলথ সেন্টারগুলো ডিজিটালাইজড করা হবে। ঢাকার অনেক হাসপাতালকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

সানবিডি/এনজে