৪ দশমিক ৪ শতাংশ বাড়বে তামার ব্যবহার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৮ ১৪:৪৪:২০
মহামারি করোনার প্রভাব কাটিয়ে দ্রুত প্রসার ঘটছে বিশ্ব অর্থনীতির। প্রবৃদ্ধির ধারায় হাঁটছে শিল্প উৎপাদন। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তর ঘটছে। এসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে তামার চাহিদা ও ব্যবহার। বিশেষ করে ব্যাটারি ও জ্বালানি প্রযুক্তিতে ব্যবহারিক ধাতুটির চাহিদায় উল্লম্ফন দেখা দিতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি, সায়েন্স, এনার্জি অ্যান্ড রিসোর্চ (ডিআইএসইআর) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, পোর্টেবল কনজিউমার ডিভাইস ও বৈদ্যুতিক গাড়িসহ উদীয়মান প্রযুক্তি খাতে তামার চাহিদা জোরদার হচ্ছে। এটি ধাতুটির বৈশ্বিক ব্যবহার বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে।
এ বিষয়ে ডিআইএসইআরের প্রতিবেদন বলছে, চলতি বছর পরিশোধিত তামার ব্যবহার বাড়বে ৪ দশমিক ৪ শতাংশ। ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ৬০ লাখ টন। বিশেষ করে শিল্প উৎপাদন খাতে পরিশোধিত তামার ব্যবহার সর্বাধিক বাড়বে। দুই বছরের মধ্যে ব্যবহার ৫ শতাংশ বেড়ে ২ কোটি ৭০ লাখ টনে পৌঁছতে পারে।
চীন বিশ্বের শীর্ষ তামা পরিশোধক। তথ্য বলছে, গত বছর বৈশ্বিক পরিশোধিত তামা ব্যবহারের ৫৪ শতাংশই এসেছে চীন থেকে। এ অবস্থান দেশটিকে বৈশ্বিক তামার বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।