স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-০৮ ১৮:৩৬:৪৪
অভিভাবকদের অনুরোধে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে, সরকারি স্কুলে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আর বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
মাউশি জানায়, এবারও লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারি মাধ্যমিক স্কুলে ১৫ ডিসেম্বর ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ১৯ ডিসেম্বর ডিজিটাল লটারি হবে।
মাউশি আরও জানায়, দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের অনুরোধে এই সময় বাড়ানো হয়েছে।
২৫ নভেম্বর বেলা ১১টা থেকে স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছিল, তা আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। সময় বাড়ানোর ফলে এখনও যারা আবেদন করতে পারেনি তাদের জন্য আবেদনের দুয়ার খোলা রইল।
এএ