বাংলাদেশ এখন গ্লোবাল নলেজ সোসাইটিতে নেতৃত্ব দিচ্ছে: মোস্তাফা জব্বার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৫:৩২:৪৯
শুধু টেকসই উন্নয়নে নয়, বাংলাদেশ এখন গ্লোবাল নলেজ সোসাইটিতে নেতৃত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বৃহস্পতিবার ৯ রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে প্রফেসর ড. সাইফুর রহমান দি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের (আইইইই) প্রেসিডেন্ট এবং প্রফেসর ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইইইই বাংলাদেশ সেকশন আয়োজিত মেম্বার্স অ্যাপ্রিশিয়েশন প্রোগ্রামে আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মশিউল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সত্যপ্রসাদ মজুমদার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আব্দুস সবুর, স্পেক্ট্রাম কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. ফোরকান বিন কাসেম।
প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আরও বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনা করছে। আমাদের তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ রোবট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হবে। আগামী ১২ ডিসেম্বর আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক সেবা কার্যক্রম উদ্বোধন করব যে কৃতিত্ব এতদিন শুধু উন্নত বিশ্বের ৬-৭টি দেশের ছিল।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে প্রফেসর ড. সাইফুর রহমান আইইইই-এর প্রেসিডেন্ট এবং প্রফেসর ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন। এটিই প্রমাণ করে যে শুধু টেকসই উন্নয়নে নয়, বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে গ্লোবাল নলেজ সোসাইটিতে। এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য দেশের মানুষের পক্ষ থেকে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনের এ নির্বাচিত ব্যক্তিদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মন্ত্রী।
উল্লেখ্য, আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন শাখার জন্য একটি বৈশ্বিক পেশাদার সংগঠন, যার করপোরেট হেডকোয়ার্টার্স নিউইয়র্ক সিটিতে অবস্থিত। এটি বিশ্বের ১৬০ দেশে চার লক্ষাধিক সদস্য নিয়ে গঠিত প্রযুক্তিগত পেশাদারদের বৃহত্তম সংগঠন।
সানবিডি/ এন/আই