চার মাসে বাণিজ্য ঘাটতি ৯০৯ কোটি ডলার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৭:০৭:৫৯
মহামারি করোনা সংকটের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। এর ফলে আমদানি-রফতানির স্রোত আগের মতো বইছে দেশের অর্থনীতিতে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়ছে আমদানির সঙ্গে রফতানির। এর ফলে বাড়ছে বাণিজ্য ঘাটতি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯০৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বা ৭৮ হাজার ২৫১ কোটি ৪০ লাখ (ডলার প্রতি ৮৬ টাকা ধরে) টাকা। গত অর্থবছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ৩৪৯ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় তিনগুণ।
গত বছরের প্রথম চার মাসের তুলনায় এ বছরের বাণিজ্য ঘাটতি ৫১ দশমিক ৪২ শতাংশ বেশি। আলোচিত সময়ে আমদানি করা হয় ২ হাজার ৩৯০ কোটি ডলার সমপরিমাণ পণ্য। গত অর্থবছরের এ সময়ে আমদানি হয়েছিল ১ হাজার ৫৭৮ কোটি ৪০ লাখ ডলার।
সানবিডি/এনজে