অবরোধ প্রত্যাহারের পর কাতার সফরে সৌদি যুবরাজ সালমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ২০:৪৫:৪২


সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর কাতারের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার পর প্রথমবারের মতো দেশটিতে সফর করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার রাতে কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

পরে এক টুইট বার্তায় কাতারের আমির দোহায় সৌদি যুবরাজের সফরকে স্বাগত জানান।

এই টুইট বার্তায় বার্তায় কাতার ও সৌদি আরবের মধ্যে সম্পর্ককে ‘ইতিহাসের শক্তিশালী ভিত্তিতে’ গড়ে ওঠা ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতামূলক বলে বর্ণনা করেন শেখ তামিম।

এই বছরের জানুয়ারিতে সৌদি আরব ও তার মিত্রদেশগুলো বিনা শর্তে কাতারের ওপর থেকে দীর্ঘ সাড়ে তিন বছরের অবরোধ তুলে নিতে সম্মত হয়। ৫ জানুয়ারি সৌদি আরবের আল-উলা শহরে উপসাগরীয় সহযোগিতা সংস্থা গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সম্মেলনে কাতারের আমিরের উপস্থিতিতে এক চুক্তির মাধ্যমে এই অবরোধ তুলে নেয়া হয়।

সূত্র : আলজাজিরা