সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১১ ১০:৩৮:২৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৯ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১০ লাখ ৭২ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর বেড়েছে ২৯ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এএমসিএলের (প্রাণ) দর বেড়েছে ২৮ দশমিক ৫২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ২৩ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–জেমিনি সী ফুডের ২৮.৩৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২৭.৬৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ২৫.১৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২৪.৬২ শতাংশ, এপোলো ইস্পাতের ২২.৮৯ শতাংশ, সুহৃদের ২১.৫৭ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের শেয়ার দর ২১.৪৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস