তামিম জাদু চলছেই, গা জ্বলছে রমিজের [ভিডিওসহ]
প্রকাশ: ২০১৬-০২-০৭ ১১:৫৮:৩৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় অর্ধশতক পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার দল পেশোয়ার জালমিও জিতেছে টানা দুই ম্যাচ।
আর বাংলাদেশীদের এমন সাফল্য বিতর্কিত রমিজ রাজার গায়ে কাঁটার মত বিঁধছে। সাকিবের পর তামিমকেও নিয়ে কটাক্ষ করেছেন তিনি।
৫ ফেব্রুয়ারি সাকিবে ভর করে ম্যাচ জেতে করাচি। ব্যাটে অর্ধশতক আর বল ঘুরিয়ে উইকেট নেয়ায় ম্যাচসেরাও হন তিনিই। সেই ম্যাচে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা প্রথমেই ম্যাচসেরা হিসেবে ঘোষণা করেন ক্যারিবীয় ওপেনার লিন্ডে সিমন্সের নাম।
সিমন্সও এগিয়ে যান, এরপরই রমিজ বলে বসেন, ‘ওহ, তুমি না, ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশী সাকিব আল হাসান।’ এ নিয়ে বেশ বিব্রত হন সিমন্স। সাকিবকেও পুরস্কার নিতে গিয়ে খুব একটা সপ্রতিভ মনে হয়নি।
আর শনিবারের ম্যাচে তো তামিমকে বলেই বসলেন, ইংরেজি হলে চলবে না উর্দু? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রমিজ রাজাকে বাংলাদেশীরা ধুয়ে দিচ্ছেন।
দুবাইতে শনিবার টস জেতে পেশোয়ার জালমি। ব্যাটে পাঠায় গেইল, আজহার আলী ও ওমর আকমলদের নিয়ে গড়া লাহোর কালান্দার্সকে। তারা ৬ উইকেটে করে ১১৭ রান। সর্বোচ্চ ৩২ রান আসে ডুয়েন ব্রাভোর উইলো থেকে।
এছাড়া অধিনায়ক আজহার আলী ৩১ এবং ওমর আকমল ২১ রান করে করেন। পেশোয়ারের পক্ষে ১১ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার মোহাম্মদ আসগর।
জবাব দিতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ২৪ বল হাতে রেখে জয় তুলে নেয় শহিদ আফ্রিদি-তামিম ইকবালদের নিয়ে গড়া লাহোর। তামিম ৪৭ বলে ৭টি চারে ৫৫ রানে অপরাজিত থাকেন।
এছাড়া মোহাম্মদ হাফিজ করেন ৩৭ বলে সমান ৩টি করে চার-ছয়ে ৪৩ রান। আগের ম্যাচেও তামিম ইকবাল করেছিলেন ৫১ বলে ৫১ রান।
এরপরই পুরস্কার বিতরণীতে ঘটে রমিজ কাণ্ড। ধারাভাষ্যকার রমিজ রাজা ম্যাচসেরা তামিম ইকবালকে জিজ্ঞেস করেন, ‘আমি তো তোমার ভাষা বুঝি না। ইংরেজি হলে চলবে না উর্দু?’ জবাবে তামিম মুচকি হেসে বলেন, ‘ইংরেজি হলেই চলবে’।
পরে নিজের খেলা সম্পর্কে তামিম বলেন, ‘আমি বেশ ছন্দে আছি। শুরুটাও দারুণ হয়েছে। শুক্রবার কিছুটা সমস্যা হচ্ছিল। তবে, আজ (শনিবার) বেশ ভালো টাইমিং করতে পারছিলাম। ইনিংসটা বেশ উপভোগ করেছি। তাছাড়া শহিদ আফ্রিদিও যেভাবে দলটাকে নেতৃত্ব দিচ্ছে, সেটাও দুর্দান্ত।’
শনিবার অবশ্য সাকিবের দল করাচি হেরে গেছে। ব্যাটে-বলে সাকিবের দিনটিও ভালো যায়নি। আগের দিন সাকিবও ফিফটি করে হয়েছিলেন ম্যাচসেরা। শনিবার ১৩ বলে ১৭ করার পর বল হাতে ৪৩ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৪০-এর বেশি রান দেয়ার অভিজ্ঞতায় সাকিবকে খুব বেশিবার পড়তে হয়নি। তার দল করাচি কিংসও ৮ উইকেটে হেরে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে।
এদিকে, করাচির একাদশে শনিবারও জায়গা হয়নি মুশফিকুর রহিমের। দাম কমিয়ে মুশফিক মাত্র ২৫ হাজার ডলারে বিক্রি হলেও টাকার চেয়ে বড় করে দেখেছিলেন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাটাকে। কিন্তু, টানা দ্বিতীয় ম্যাচেও বসে থাকতে হলো তাকে।
https://youtu.be/MJsabTlmyeM
সানবিডি/ঢাকা/এসএস