৪৪ শতাংশ তুলা উৎপাদন বেড়েছে পাকিস্তানের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১১ ১৬:১৭:৫১
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কৃষিমন্ত্রী সৈয়দ হোসাইন জাহানিয়া গারদেজি জানিয়েছেন প্রদেশটিতে গত বছরের তুলনায় চলতি বছরে তুলা উৎপাদন ৪০ শতাংশ বেড়েছে । একই সময়ে গত বছরের তুলনায় চলতি বছর দেশটির মোট তুলা উৎপাদনের পরিমাণ বেড়েছে ৫৪ দশমিক ২২ শতাংশ। পাকিস্তান কটন জিনার্স অ্যাসোসিয়েশনের (পিসিজিএ) উৎপাদন তথ্যে এমনটা দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে গারদেজি জানান, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট উৎপাদিত তুলার পরিমাণ ছিল ৭১ লাখ ৬৮ হাজার ১১৮ বেল। গত বছরের একই সময়ে কারখানায় আসা তুলার পরিমাণ ছিল ৪৬ লাখ ৪৮ হাজার ১১৮ বেল। তিনি জানান, চলতি বছরের একই সময়ে পাঞ্জাব প্রদেশে উৎপাদিত তুলার পরিমাণ ছিল ৩৬ লাখ ৭৯ হাজার ১৬ বেল। প্রদেশটিতে গত বছরের একই সময়ে উৎপাদিত তুলার পরিমাণ ছিল ২৬ লাখ ৩৪ হাজার ৪৮৭ বেল।
চলতি বছরে পাঞ্জাবে তুলা উৎপাদনের হার বেড়েছে ৩৯ দশমিক ৬৫ শতাংশ। তিন বছরের তুলনায় চলতি বছরে তুলার উৎপাদন বৃদ্ধিতে এখানকার কৃষকরা বেশ খুশি বলে জানান প্রদেশের কৃষিমন্ত্রী। কৃষিবান্ধব নীতিমালা, কৃষি বিভাগ ও কৃষকদের আন্তরিক প্রচেষ্টায় তুলা উৎপাদনে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানান গারদেজি।
সানবিডি/এনজে