চীন, মিয়ানমার ও উ. কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১১ ১৭:২৩:০৯
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীন , মিয়ানমার, বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শুক্রবার মার্কিন অর্থমন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে। এর আওতায় চীনের কৃত্রিম গোয়েন্দা কোম্পানি সেন্স টাইম গ্রুপকে বিনিয়োগ নিষিদ্ধের তালিকায় ফেলা হয়েছে। এই কোম্পানিতে আমেরিকার কোনো নাগরিক অর্থ বিনিয়োগ করতে পারবে না। আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, “এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক রকমের হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে মৌলিক আদর্শের লঙ্ঘন।”
কানাডা এবং ব্রিটেনও মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু নৃ-গোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে আসছে। এছাড়া, সম্প্রতি দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এবং প্রতিবাদী জনগণকে তারা হত্যা করছে।
এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন।
সানবিডি/এনজে