ঘোড়াশাল সার কারখানার ৫৩ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১১ ১৯:৩১:০০
দেশের সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার নতুন প্রকল্পের কাজ প্রায় ৫৩ শতাংশ সম্পন্ন হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা না হলে নির্ধারিত সময়ে অর্থাৎ ২০২৩ সালে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার (১১ ডিসেম্বর) নরসিংদীর পলাশে সার কারখানা প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, কারখানাটি উৎপাদনে বাংলাদেশের অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রাখবে। কারখানাটি স্থাপিত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার আমদানির ওপর নির্ভরতা কমবে। কৃষিতে স্বয়ংস্বম্পূর্ণতা বৃদ্ধি পাবে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
পরে প্রকল্পের অগ্রগতির বিষয়ে সার কারখানার প্রকল্প অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
এএ