ন্যাশনাল ব্যাংকে এমডি ও সিইও হিসেবে যোগ দিলেন মেহমুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-১২ ১৫:৩৭:২২


পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দায়িত্ব গ্রহণ করেছেন মো. মেহমুদ হোসেন। এর আগে তিনি এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং প্রাইম ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন ডিভিশনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। মো. মেহমুদ হোসেন দেশে-বিদেশে অনেক পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর