মালেক স্পিনিংয়ের কারখানায় আগুন; ক্ষতির পরিমাণ জানে না কোম্পানি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-১২ ২০:৩০:০৩
পুঁজিবাজারের তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানি, ফায়ার সার্ভিস ও বিমা কোম্পানি মিলে একটি প্রতিবেদন তৈরি করার পরই জানা যাবে বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানায়, কারখানার তুলার গুদামে আগুন লাগে। পরে কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস যুক্ত হয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে কারখানার ২/৩ জন আহত হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মালেক স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী সানবিডিকে বলেন, আমাদের কারখানায় আগুল লাগার বিষয়টি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে। সেখানেই বিস্তারিত বলা হয়েছে।
ক্ষতির পরিমাণ সম্পরর্কে জানতে চাইলে তিনি বলেন, কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেই বিষয়টি এখনো বলা যাবে না। বিমা কোম্পানির সার্ভেয়ার ও ফায়ার সার্ভিসের প্রতিবেদনের পর তা বুঝা যাবে।
মালেক স্পিনিং মিলস লিমিটেড সর্বশেষ আর্থিকবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির সর্বশেষ প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৩ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পানিটি এ ক্যাটাগড়িতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির অনুমোধিত মুলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৯৩ কোটি ৬০ লক্ষ টাকা।
মোট শেয়ারের ৪৭ দশমিক ৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ২৪ দশমিক ০৯ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী, এবং ২৮ দশমিক ৫৭ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর