আইসিএবি সার্টিফিকেট অফ মেরিট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-১২ ২০:৫৯:৪৮


আইসিএবি সার্টিফিকেট অফ মেরিট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে এই পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও আইসিএবি’র সভাপতি মাহমুদুল হাসান খসরুসহ অন্যান্যরা। এছাড়াও ব্যাংকের পক্ষে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও জিএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এএ