সাতক্ষীরার কলারোয়ায় সাউথ বাংলা ব্যাংকের উপশাখা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১২ ২১:১৩:৪৯
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উপশাখা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পৌরসভা আলী মার্কেটে উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম (লালটু), বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মো. মনিরুজ্জামান (বুলবুল), কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ, প্রধান জনসংযোগ কর্মকর্তা শফিউল আজম, সংশ্লিষ্ট উপশাখার প্রধান ওয়াসিফ মুস্তফাসহ খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা।
কলারোয়া উপশাখা উদ্বোধনের মধ্যে দিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৩ টিতে উন্নীত হয়েছে।
এএ