ওমিক্রন ঠেকাতে জনসমাগমে নিয়ন্ত্রণ চায় কারিগরি কমিটি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৩ ১৮:০১:৫৬
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে ‘সবধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক কার্যবিবরণীতে এ তথ্য জানা গেছে।
অধ্যাপক সহিদুল্লা জানান, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক পরামর্শক কমিটির কাছে বুস্টার ডোজের বিষয়ে জানতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল প্লাটফর্মে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। কমিটির সব সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে দুটি সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপারিশে ‘সবধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিতকরণ করার পাশাপাশি ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেওয়ারও সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘কোভিড ১০ রুটিন ভ্যাক্সিনেশনের জন্য টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার; যাদের দুই ডোজ টিকা নেওয়া অন্তত ছয় মাস আগে সম্পন্ন হয়েছে, তাদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।
এছাড়াও দেশে প্রবেশের সকল পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদার করারও সুপারিশ করেছে কমিটি।
এএ