ফাজিল পরীক্ষার সময়সূচি প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৩ ২০:২১:৫৩
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের চারবছর মেয়াদী ফাজিল স্নাতক (সম্মান) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি দেশের সব ফাজিল মাদরাসায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২০ সালের ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। ফাজিল প্রথম বর্ষের উলূমুল কোরআন ওয়াল হাদিস প্রথম অংশের পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে চলবে ১৪ মার্চ পর্যন্ত। সব পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।
এএ