সপ্তাহের প্রথম দিনে ইতিবাচক পুঁজিবাজার

প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৫:৩১:১৮


DSE-CSE-Logo-594x400সপ্তাহের প্রথম দিন রোববার ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থান হয়। তবে উভয় বাজারেই গতকালের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার ডিএসইতে ৩১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪২ কোটি টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৭ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বিএসসিসিএল, এয়ারেল্ড অয়েল, সিটি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং মিলস, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।

রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সানবিডি/ঢাকা/আহো